সিদ্দিকুর রহমান বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির আয়োজনে ক্রীড়া সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ ।
এ সময় তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। এজন্য নিয়মিত অবসর সময়ে ক্রীড়া চর্চা করা উচিত।
৯ টি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আশানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ ।
এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেরোবি ট্রেজারার প্রফেসর ড. মজিবউদ্দিন আহমেদ ও উপ-উপাচার্য প্রফেসর ড.সরিফা সালোয়া ডিনা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আসাদুজ্জামান মন্ডল আসাদ , বেরোবি শিক্ষক সমিতির সহ-সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা তৌফিকুল ইসলাম। বেরোবি শিক্ষক সমিতির কার্যকারী পরিষদের সদস্য রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন -অর- রশীদ ও ড. বিজন মোহন চাকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। ক্রীড়া সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটির আহবায়ক ড. আল-হেলালসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, বহিরাঙ্গন পরিচালক লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আপেল মাহমুদ ও উমর ফারুক, মার্কেটিং বিভাগের প্রভাষক রাকিবুল হাফিজ খান রাকিব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম ও নিয়াজ মাহাকুমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সপ্তাহব্যাপী এই আয়োজনে শিক্ষকদের জন্য টেবিল টেনিস, ক্যারম, দাবা, ব্যাডমিন্টন , লুডু ,ও ইন্টারন্যাশনাল ব্রিজ খেলার আয়োজন রাখা হয়েছে।
Leave a Reply