শাকিল আহমেদ,নড়াইলঃ
নড়াইলে চুরি, মাদক ও মারামারিসহ বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
১৩ মার্চ(সোমবার) রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার মাসুম কাজী(৩২), রাশেদুল ইসলাম(২৪), মিলু মোল্যা(২৮), দিপু মুন্সী(১৯), আনিস মুন্সী(২২), ইরফান মুন্সী(১৯) ও মেহেদী হাসান(২২); কালিয়া উপজেলার ইব্রাহিম শেখ(২৫); নড়াগাতি থানার মোঃ জামিরুল(২৯) এবং খুলনা জেলার কয়রা থানার হাফিজুর রহমান(২৪)। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply