শাকিল আহমেদ,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ার কালনা (মধুমতি) সেতুতে ঘুরতে এসে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবক ঘটনাস্থলেই মারা গেছে। এ সময় অপর এক যুবক গুরুতর আহত হয়েছে।
বুধবার সন্ধা সাতটায় কালনার মধুমতি সেতুর পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাকেশ গাইন নড়াইল সদর উপজেলার বাঁশভিটা গ্রামের কাত্তিকের ছেলে। তার বয়স আনুমানিক বাইশ বছর।
নিহতের পরিবার ও লোহাগড়া থানা পুলিশ জানিয়েছে , বুধবার বিকালে নিহত রাকেশ ও তার বন্ধু একই এলাকার প্রীতম মোটরসাইকেল যোগে লোহাগড়ার কালনাস্থ মধুমতি সেতু দেখতে আসে। ঘোরাঘুরির পর সন্ধার দিকে তারা নড়াইলে ফিরছিল।
ফেরার সময় দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্তণ হারিয়ে সেতুর ডিভাইডারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাকেশ মারা যায়। গুরুতর আহত প্রীতমকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃতূর মামলা দায়ের করা হয়েছে। লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।