রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে ৮ বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সোমবার (৩ জুলাই) সকালে নগরীর ছোটবনগ্রাম এলাকার খোরশেদের মোড় নামক স্থান হতে এক পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শিশু নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে। অভিযুক্ত পলাশ বড়বনগ্রাম এলাকার শাহিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ সেলামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে গলা টিপে হত্যা করে পলাশ। পরে লাশ পুকুরে ফেলে পালিয়ে যান তিনি।
নগরীর শাহ মখদুম থানার উপপুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকি জানান, শিশুর লাশ উদ্ধার করে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।