বিশেষ প্রতিনিধি
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক আসামীবিহীন ১.০৬৬ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা প্রসঙ্গে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়।
অদ্য ৭জুলাই,রাত ১২ টায় মাদক চোরাকারবারী সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল কর্তৃক চোরাকারবারীদের চ্যালেঞ্জে ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালানোকালে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশীতে১.০৬৬ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী ত্রিস্টাল মেথ (আইস) নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত অধিনায়কের সার্বিক দিক-নির্দেশনায় অপস্ অফিসার এর নেতৃত্বে বালুখালী বিওপির একটি চৌকষ আভিযানিক টহল দল সীমান্ত হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপির ধামনখালী সরোয়ার চিংড়ি ঘের নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে মাদক পাচারকারীদের আটক করে।
তথ্য নিশ্চিত করেছেন,অধিনায়ক,কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) লেঃ কর্নেল শাহ মোঃ আজিজুস শহীদ।
Leave a Reply