মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের খানসামায় রক্তদান গ্রুপের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার জমিরউদ্দিন শাহ্পাড়া লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা ও এতিমখানা এবং ঈদগাহ ময়দান চত্ত্বরে মেহগনি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র মসজিদ এর ইমাম মমতাজুল ইসলাম, এতিমখানায় শিক্ষক কাওসার হোসেন, গোয়ালডিহি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. মুগ্ধ শাহ, রক্তদান গ্রুপের সভাপতি রাকিবুল ইসলাম, পরিচালক আরাফাত হোসেন, সহ-সভাপতি ফজর আলী, সদস্য রিশাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় রক্তদান গ্রুপের উদ্যেগে বৃক্ষরোপণ করছেন সদস্যরা।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
Leave a Reply