সাঁথিয়া প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় এম এইচ শাহীন নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁর চিকিৎসার সরঞ্জামও জব্দ করেছেন আদালত।
গতকাল সোমবার রাতে সাঁথিয়ার সিএন্ডবি করমজা ইউনিয়নের সর্দারপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায়, শাহীন তাঁর নিজ বাসভবনে চেম্বার খুলে চোখ পরীক্ষার বিভিন্ন যন্ত্রাংশসহ প্রেসক্রিপশনের মাধ্যমে বিভিন্ন রোগীর চিকিৎসা দিচ্ছেন।
শাহীন জানান, তিনি এক সময় চিকিৎসকের কম্পাউন্ডার ছিলেন। সেই অভিজ্ঞতা থেকে প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন স্থানে তিনি চোখের চিকিৎসা দিয়ে আসছেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা উপজেলা হেলথ কমপ্লেক্সের আরএমও শাহীনের এক রোগীকে দেওয়া প্রেসক্রিপশন যাচাই করে বিভিন্ন অসংগতি তুলে ধরেন। শাহীনকে সার্টিফিকেট দেখাতে বললে, তিনি শুধু প্রশিক্ষণের কাগজ দেখান এমনকি তার স্ত্রীও রোগী দেখেন,,