সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শামসুল বারী কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের প্রথম স্থান অধিকার করেছে।
জানা গেছে, গত শুক্রবার (২১জুলাই) রাজশাহী শিশু একাডেমিতে (রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুলে) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত এ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩ উপলক্ষে কবিতা আবৃত্তি একক ‘ক’ বিভাগে সাঁথিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি বিভাগের ছাত্র শামসুল বারী প্রথম স্থান অধিকার করেছে। এখন ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের প্রস্ততি নিচ্ছে সে।
সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন জানান, আগামী ২৬ জুলাই ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত ১০ জুলাই উপজেলা এবং ১৫ জুলাই জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শামসুল বারী সাঁথিয়া পৌরসদরের বাসিন্দা খায়রুল বারী ও ফারজানা সুলতানা সাথীর ছেলে । সে সকলের নিকট দোয়া প্রার্থী জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার জন্য।
Leave a Reply