সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
“ অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি "এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে রেলি, ভূমিকম্প, অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের মহড়া শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হােসনে আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাছের বাবুল, জেলা পরিষদের সদস্য মজিবর রহমান শাহজাহান , মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার, অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চারলেছ, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এতে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন এনজিও কর্মীরা অংশ নেয়।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগের বিভিন্ন বিষয় নিয়ে সচেতনামূলক আলোকপাত করেন।
সুমন খন্দকার
ইসলামপুর, জামালপুর।
১৩/১০/২৩