পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল দশটায় এক বর্ণাঢ্য রেলি আয়োজন করে পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটি,
র্যালিটি পিরোজপুর রেড ক্রিসেন্ট অফিস এর সামনে শুরু হয়ে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম, পিরোজপুর সদর থানার ওসি আবির হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারি পরিচালক ও পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার মোঃ ইকবাল মাসুদ, পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান জুলকার নাইম তীব্র।
পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ১০০ যুব সদস্য ও অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ। র্যালি শেষে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা দুর্যোগ সম্পর্কে এবং দুর্যোগ প্রশমন সম্পর্কে আলোচনা করেন এ সময় দুর্যোগ কিভাবে কমিয়ে আনা যায় এবং সাধারণ মানুষের জীবন ও ক্ষয়ক্ষতি রক্ষার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয় ।
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এবং বঙ্গোপসাগরের একবারে কাছের জেলা পিরোজপুর তাই যেকোনো ঘূর্ণিঝড় ও দুর্যোগ সৃষ্টি হলে এই জেলার মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রতিনিয়ত কাজ করছে পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটি জেলায় ইউনিট।
পিরোজপুর সংবাদদাতা
Leave a Reply