রংপুর প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ সাত দফা দাবিতে মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১টায় ছাত্রশিবির রংপুর মহানগর শাখা কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা ও ব্যবসায় শিক্ষা সম্পাদকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নগরীর কারমাইকেল কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে লালবাগ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা ও ব্যবসায় শিক্ষা সম্পাদক আজিজুর রহমান আযাদ।
এ সময় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা পরিবেশ বিনষ্ট করছে। পুলিশ নামক রাষ্ট্রীয় ক্যাডার বাহিনী দিয়ে আমাদের অসংখ্য ভাইকে শহীদ করা হয়েছে। আমাদের চার হাজার দিনি ভাইকে ঘরছাড়া করা হয়েছে। তোমরা যারা ভেবেছিলে শিবির কে নিশ্চিহ্ন করে দেবে । তোমরা দেখো যাও শিবির আবার পূর্ণশক্তি নিয়ে ফিরে এসেছে।
এসময় কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক হুমায়ুন কবির, রংপুর মহানগর সভাপতি এবং সেক্রেটারিসহ শাখার বিভিন্ন পর্যায়ের ৪ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।