নিউজ ডেস্ক :
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘বিএনপি নির্বাচন কমিশনকে মানে না, কথা শোনে না, পাত্তা দেয় না।’ লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় আজ বৃহস্পতিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় আনিছুর রহমান বলেন, ‘কাউকে নির্বাচনে আনা, না আনা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত। এখানে নির্বাচন কমিশনের কিছুই করার বা ভূমিকা নেই। শুধু নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করা নির্বাচন কমিশনের দায়িত্ব। ভোটার উপস্থিতির দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। সেটা প্রত্যেক প্রার্থী বা রাজনৈতিকদলগুলোর কাজ।’
ইসি আরও বলেন, ‘আগামী মাসের প্রথমার্ধে দ্বাদশ নিবার্চনের তফসিল ঘোষণা করা হবে। ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী কাজ করছে কমিশন। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রত্যেক দল অংশ নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’
নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘তফসিলের আগে রাজনৈতিক দলের সঙ্গে আর বসার সুযোগ নেই। ইতিমধ্যে নিবন্ধিতদলগুলোর সঙ্গে আলাপ–আলোচনা হয়েছে। কিন্তু বিএনপিকে বারবার আমন্ত্রণ জানিয়েও সাড়া পাইনি। বিএনপি নির্বাচন কমিশনকে মানে না, কথা শোনে না, পাত্তা দেয় না। আলাপ–আলোচনা না করলেও অন্তত চা খেয়ে যান, সে দাওয়াত দিয়ে সাড়া পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের কী আর করার আছে। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায়, তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনে অংশগ্রহণের দায়িত্ব তাদের।’
জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন– নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
Leave a Reply