সুনামগঞ্জ প্রতিনিধি: ইফতিয়াজ সুমন
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিপুর- জামালগঞ্জ-মধ্যনগর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, মিশিগান মহানগর আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র এর দপ্তর সম্পাদক ও সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান অব মিশিগান যুক্তরাষ্ট্রের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নুরুল হাসান পারভেজ।
যুক্তরাষ্ট্র বসবাসরত প্রবাসী সুনামগঞ্জবাসীর আয়োজনে নুরুল হাসান পারভেজের সমর্থনে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হ্যামট্রামিকের রেশমী সুইট এ্যান্ড ক্যাফেতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগন্জ জেলা এসোসিয়েশান অব মিশিগানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাইকউদ্দিনের সভাপতিত্বে মিশিগান মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তারেকের সঞ্চালনায়, উপস্হিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামীলীগের ভাইচ প্রেসিডেন্ট আজাদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব, আসাল সভাপতি সৈয়দ রেজা, সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল, মিশিগান স্টেট সহ সভাপতি মাহবুব রাব্বি খান, ডেমক্রেটিক লিডার আজিজ চৌধুরী, মিশিগান ডেমক্রেটিক ভাইজ প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বি আলম, মিশিগান মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, দিরাই শাল্লা এসোসিয়েশানের সভাপতি শামসুল হুদা পাশা ও সাধারণ সম্পাদক জুবায়ের, মিশিগান, দেলোয়ার হোসেন, ইকবাল আহমেদ, মারুফ, সুয়েব, মিশিগান স্টেস্ট ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক পাশা, ছাত্রলীগ নেতা জিসান, রিপন, মধু , আমিন উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে ঘোষণা করে মো: নুরুল হাসান পারভেজ বলেন,
আমি বিগত ১০ বছর সুনামগঞ্জ ১ আসনের সকল প্রকার প্রাকৃতিক দূযোগ, ফসলরক্ষা বাঁধ সহ সকল কর্মকান্ডে মানুষের পাশে রয়েছি। জনগণের কাংখিত অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতিতে পরিবর্তন ঘটাতে কাজ করছি। আজীবন দরিদ্র-পীড়িত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যেতে চাই। যখনই সুযোগ পাই, কারো জন্য কিছু করার চেষ্টা করেছি। সেই ভাবনা থেকেই ইচ্ছে অনেক দিনের সংসদ নির্বাচনে অংশ নেয়ার। নেত্রী মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নিবো।
তিনি বলেন, আমি আমার মাতৃতুল্য নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের অভিভাবক ওবায়দুল কাদেরের কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
মতবিনিময় সভায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে নুরুল হাসান পারভেজ বলেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ক্ষমতাধর নেতাদের মধ্যে অন্যতম। বঙ্গবন্ধু কন্যার ডায়নামিক নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে এবং তখন বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে।