রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
বিএনপির ডাকা অবরোধের নামে সারাদেশে সড়কে চলাচলরত যানবাহনে হামলা, অগ্নিসংযোগসহ নৈরাজ্যের প্রতিবাদে লক্ষীপুরের রায়পুরে শান্তি সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে রায়পুর পৌর শহরের প্রাণকেন্দ্র থানার মোড় এলাকায় এ সমাবেশ হয়।
রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল কাদের গুলজারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান।
আরও বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য জনাব তসলিম হাজি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, তানভির হায়দার রিংকু, কমিশনার নোমান, ইউসুফ প্রমুখ
এ সময় বক্তারা বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি জামায়াত অগ্নিসন্ত্রাস করছে। তারা দেশে জ্বালাও পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করছে।
আমরা রায়পুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে মহাসড়কে আছি। নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি জামায়াতকে রায়পুর থেকে প্রতিহত করেই ছাড়বো।