নাটোরের সিংড়ায় সিংড়া মডেল প্রেসক্লাবে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টা বর্ণাঢ্য শহরের প্রধান প্রদক্ষণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও যুগ্ম- সাধারণ সম্পাদক জুলহাস কায়েম বক্তব্য রাখেন –
সহকারী কমিশনার ভূমি আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজি আহমেদ বাবন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইউনিক প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, একুশে টিভির সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু প্রমুখ।
Leave a Reply