নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন অত্র জেলায় যোগদানের পর পরই ইচ্ছা ছিল দেশের জনগণের জানমালের নিরাপত্তার জন্য যেসব পুলিশ সদস্যরা জীবন উৎসর্গ করেছেন সেসব পুলিশ সদস্যদের স্মরণে মনুমেন্ট তৈরি করবেন। এছাড়া পুলিশ সুপার মহোদয়ের স্বপ্ন ছিল পুলিশ সদস্যরা যাতে আইনের বই পড়ার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, কবিতা এবং সাহিত্যের বই পড়তে পারে তার জন্য একটি লাইব্রেরী করার । তারই ধারাবাহিকতায় অদ্য ১৭/১১/২০২৩ খ্রিঃ(শুক্রবার) নড়াইল জেলা পুলিশ লাইন্সে "পুলিশ মেমোরিয়াল মনুমেন্ট" এবং পুলিশ অফিসে "পুলিশ লাইব্রেরী"-এর শুভ উদ্বোধন করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন ।
এ সময় উপস্থিত ছিলেন জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল); জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(কালিয়া সার্কেল), নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।