সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ ১ ধর্মপাশা-তাহিপুর- জামালগঞ্জ-মধ্যনগর আসনে প্রথম বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মিশিগান মহানগর আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র এর দপ্তর সম্পাদক ও সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান অব মিশিগান যুক্তরাষ্ট্রের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নুরুল হাসান পারভেজ।
২২৪ সুনামগঞ্জ ১ ধর্মপাশা-তাহিপুর-জামালগঞ্জ-মধ্যনগর আসন থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন নুরুল হাসান পারভেজ।
তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে সুনামগঞ্জ ১ আসনের ভোটারসহ দেশের মানুষের কাছে দোয়া চান। আওয়ামী লীগের সভাপতি জননেন্ত্রী শেখ হাসিনার আর্শিবাদে দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীকের বিজয়ে আশাবাদ ব্যক্ত করেন।।