স্পোর্টস ডেস্ক :
ঘটনাবহুল এক ম্যাচে মারাকানায় আবার ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা। গত কোপা আমেরিকা ফাইনালের মতো আজ বিশ্বকাপ বাছাইয়েও ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু আর্জেন্টিনা সমর্থকদের চিন্তায় ফেলে দিচ্ছে ম্যাচ শেষে কোচের কথাবার্তা। জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন লিওনেল স্কালোনি।
এ সংক্রান্ত কোনো গুঞ্জনও কেউ শোনেনি। কিন্তু ম্যাচ শেষে সংবাদসম্মেলনে হঠাৎ সবাইকে চমকে দিয়েছেন স্কালোনি, ‘আর্জেন্টিনার এমন এক কোচ দরকার যিনি পুরো শক্তি দিয়ে কাজ করবেন এবং যিনি… আমার চিন্তা শুরু করা দরকার। এই সময়ে আমার অনেক কিছু চিন্তা করতে হবে।’
বিশ্বকাপ বাছাইয়ের এই পর্ব শেষ হয়ে যাওয়ায় দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ নেই আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আগামী বছর কোপা আমেরিকার পর। মাঝের এই সময়টার দিকেই হয়তো ইঙ্গিত করেছেন স্কালোনি।
৪৫ বছর বয়সী কোচ যে ইঙ্গিত দিচ্ছেন, সেটা শঙ্কায় ফেলে দেবে সমর্থকদের, ‘এই খেলোয়াড়রা কোচিং স্টাফকে অনেক দিয়েছে এবং কী করব সে সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভাবতে হবে আমাকে। বিদায় বলে দিচ্ছি এমন না। তবে আমার ভাবতে হবে কারণ, প্রত্যাশার সীমা এখন অনেক উঁচু এবং এটা চালিয়ে যাওয়া খুব কঠিন, এভাবে জিতে চলা খুব জটিল।’
২০১৮ বিশ্বকাপের পর দায়িত্ব নিয়ে আর্জেন্টিনার ফুটবলের চরিত্র বদলে দিয়েছেন। পুরো দলের আবহ বদলে দেওয়া এই কোচকে খেলোয়াড়রা যে সহজে ছাড়তে চাইবেন না সেটা জানা স্কালোনির, ‘এই ছেলেরা কাজটা কঠিন করে তুলবে, তাই কিছুদিন এ নিয়ে ভাবতে হবে। আমি ফেডারেশনের সভাপতি ও খেলোয়াড়দের সঙ্গে পরে কথা বলব।’
স্কালোনির অধীনে ২৮ বছহর পর কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা, ৩৬ বছর পর বিশ্বকাপও এনে দিয়েছেন তিনি।
Leave a Reply