স্টাফ রিপোর্টার: ইফতিয়াজ সুমন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২
(ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ,যুক্তরাজ্য প্রবাসী ও সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আব্দুল গণি।
সোমবার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট ২ আসনে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় সিলেট ২ আসনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ আব্দুল গণি বলেন, আমি সিলেট ২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
আশা করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। এ জন্য (ওসমানীনগর-বিশ্বনাথ) মানুষের কাছে দোয়া চাই। যাতে মনোনয়ন পেয়ে নির্বাচনে জয় লাভ করে জনগণের সেবা করতে পারি। তিনি বলেন, আমি (ওসমানীনগর-বিশ্বনাথ) মানুষের সেবায় অনেক কাজ করেছি। আমার বিশ্বাস সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলে সিলেট ২ আসনে আমার প্রাণ প্রিয় জনগণ আমাকে নির্বাচিত করবে।