পিরোজপুর জেলা প্রতিনিধি।
পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ ফেব্রুয়ারী) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহ কামাল ও কাজী এনামুল হক সহকারী শিক্ষকের পরিচালনায়
শেখ শিহাব হোসেন চেয়ারম্যান ২নং কদমতলা ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন মোঃ কাজী রেজাউল করিম যুগ্ম সাধারণ সম্পাদক কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগ,শেখ আসাদুজ্জামান প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়,মধুসূদন সাহা প্রধান শিক্ষক পশ্চিম কদমতলা ,
এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক শেখ আসাদুজ্জামান
এর আগে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সংবাদদাতা
Leave a Reply