নাটোরের সিংড়ায় ফেসবুকে স্ট্যাটাস কেন্দ্র করে রামানন্দ খাজুরা ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক মিজান রহমান মিজানের ভাই মোশাররফ (২৭) কে লাঞ্ছিত এবং হাত কেটে নেয়ার হুমকির ঘটনা ঘটেছে।
হুমকি দাতা রামানন্দ খাজুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেজর।
তার বিরুদ্ধে এলাকায় জমিদখলে সহযোগিতা, সাধারণ মানুষকে হেনস্থা সহ নানা অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তোভোগী জানায়, উপজেলার মালকুর গ্রামে জমি নিয়ে মিজানের বাবা ইব্রাহিম আলী ও মেজরের ভাই ফজলুর রহমানের বিরোধ চলে আসছে। এ বিষয়ে ইব্রাহীম ৭ ফেব্রুয়ারী সিংড়া থানায় অভিযোগ দিলে মেজর সহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এ বিষয়ে মিজানুর রহমান সুষ্ঠু বিচার চেয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে ফেসবুকে স্ট্যাটাস দেয়।
শুক্রবার সন্ধ্যায় মালকুর বাজারে মিজানের ভাই মোশাররফকে মেজর অকট্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং থানা পুলিশ, সাংবাদিক কাউকে বললে হাত কেটে নেয়ার হুমকি দেয়।
ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক মিজানুর রহমান বলেন, মালকুর মৌজার আমাদের বাপ দাদা পৈত্রিক সম্পত্তি আবাদ করাকালিন অবস্থায় ফজলুর জোরপূর্বক তাদের ১০ কাঠা জমি দখল করে আবাদ শুরু করে। তাদের বৈধ কাগজপত্র নাই। যদি থাকে আমরা মেনে নিবো। কিন্তু প্রভাব খাটিয়ে আমাদের উপর জুলুম নির্যাতন করছে। আমরা নিরুপায় হয়ে থানায় অভিযোগ করায় আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। আমার ভাইয়ের হাত কেটে নেয়ার হুমকি দেয়া হয়েছে।
রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন বলেন, এ বিষয়ে আমরা সমাধানের চেষ্টা করছি। দু পক্ষের সাথে আমি কথা বলেছি।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেজর বিষয়টি অস্বীকার করে বলেছেন বাজারে মোশাররফের সাথে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু তাকে হুমকি দেয়া হয়নি। ফেসবুকে লেখালেখির বিষয়ে বলেছি।
এ বিষয়ে সিংড়া থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই মিজানুর রহমান বলেন, আমি সরেজমিনে পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে
বসার জন্য অনুরোধ করেছি। তবে বিবাদী পক্ষ থানায় বসতে অপারগ প্রকাশ করায় সমাধান এখনো হয়নি।
Leave a Reply