1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

মাগুরায় অবৈধ নাম ফলক অপসারণের জন্য জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে গ্রামবাসীর আবেদন।

রিপোটারের নাম
  • প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

 

মাগুরা জেলা প্রতিনিধি।

 

মাগুরায় অবৈধ নাম ফলক অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে এলাকাবাসী। ৩ অক্টোবর দুপুরে এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদনপত্র গুলো তাদের প্রতিনিধির মাধ্যমে মাগুরা জেলা প্রশাসক,জেলা নির্বাহী প্রকৌশলী, এলজিইডি মাগুরা,নির্বাহী অফিসার শ্রীপুর,সড়ক ও জনপদ মাগুরা বরাবর পৌঁছে দেন।অভিযোগ পত্র থেকে জানাগেছে,
মাগুরা শ্রীপুর উপজেলা কাদিরপড়া ইউপির দোরান নগর গ্রামে ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল সরকারি নিয়ম ভঙ্গকরে নিজের নামে করেছে রাস্তার নামকরণ।দোরান নগর গ্রামে গড়াই নদীর তীর ঘেঁষে এই ২কি:মি কাঁচা ও পাঁকা রাস্তাটিতে তিনার নামের ফলক রয়েছে অন্ততঃ অর্ধশত ফলক।যেটা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে,তিনার উদ্দেশ্য কি রাস্তা সংস্কার করে জনগণের সেবা নাকি নিজের নাম মানুষের মাঝে চাউর করা,সেটা আমাদের বোধগম্য নয়।রাস্তা সংস্কারে কাবিটা ও সাবেক চেয়ারম্যানের অনুদান থাকলেও সামান্য ব্যায় করেই তার নামে এই ফলক গুলো তিনি নির্মাণ করেন, যাতে জনসাধারণের রাস্তায় চলাচলে সমস্যার পাশাপাশি ঘটছে দূর্ঘটনা।
এই রাস্তা সংস্কারে আমরা গ্রামবাসী টাকা ও শ্রম দেওয়ার পাশাপাশি সরকারি বরাদ্দ পায় ২লক্ষ টাকা,সাবেক চেয়ারম্যান দেন ৫০ হাজার ও পঙ্কজকান্তি কিছু টাকা দিয়ে দলীয়(আ:লীগ)ক্ষমতা ব্যবহার করে,সরকারি নিয়মনীতিকে বৃদ্ধা আংগুলী দেখিয়ে নিজের নামে রাস্তার নামকরণের ফলক লাগিয়ে দেয়।এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পরেও সরকারি ভাবে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন।

স্থানীয়দের আপত্তির মুখে এক অনলাইনে সাক্ষাৎকারে ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল বলেন,এ ফলক গুলো আমি নির্মাণ করিনি,হয়তো এলাকার লোকজন আমাকে ভালোবেসে এ গুলো করেছে,সরকার চাইলে সেটা ভেঙে দিতে পারেন,তাতে আমার কোনো আপত্তি নেই।মাগুরা জেলা প্রশাসক জনাব, মো:অহিদুল ইসলাম আবেদন পত্র গ্রহণ করে, দ্রুত ফলক অপসারণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD