নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে র সম্মেলন কক্ষে ০৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ বৃহস্পতিবার কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নড়াইল জেলা শাখার আয়োজনে 'বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য' বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার সঞ্জয় ঘোষের পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের মতো সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক, ধর্মীয় ব্যক্তিত্ব, ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ অংশীজনবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাজার-সংশ্লিষ্ট সরকারি টাস্কফোর্সের নিয়মিত তৎপরতার চালচিত্র, সর্বত্র সরকারঘোষিত মূল্যতালিকা প্রদর্শনের ক্ষেত্রে অর্জিত অগ্রগতি, ভোক্তা অধিকার সুরক্ষায় হাট-বাজারের ইজারাদার ও নিয়ন্ত্রণকারী কমিটিসমূহের দায়িত্ব, অবৈধ মজুদদার চক্রের দৌরাত্ম্য নিরসনে করণীয়সহ বর্তমান দ্রব্যমূল্য পরিস্থিতি, ভোক্তা অধিকারের সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের নানা দিক সম্পর্কে আলোকপাত করা হয়।
সেই সাথে এদিন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রমের নানাদিক, হোটেল-রেস্তোরাঁয় পরিবেশিত খাবারের গুণগত মান ও পারিপার্শ্বিক অবস্থা, অপচনশীল প্যাকেজিংয়ের লাগামহীন ব্যবহারের ফলে সৃষ্ট দূষণ, ফলমূল ও শাকসবজিতে ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার, অ্যান্টিবায়োটিকজাতীয় ঔষধের যথেচ্ছ ব্যবহারজনিত 'অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স'-এর প্রকোপ, বিভিন্ন স্ট্রিট ফুডের প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যমান, সংরক্ষণ প্রক্রিয়া ও বাজারজাতকরণের মতো জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়েও গঠনমূলক মতবিনিময় করেন আগতরা।
প্রধান অতিথির বক্তব্যে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান আজকের এ বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক সভাটিকে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা হিসেবে আখ্যায়িত করে সকল প্রকারের নিরাপদ খাদ্যের দাম ও প্রাপ্যতা জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
পাশাপাশি তিনি দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে একেবারে তৃণমূল পর্যায় থেকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, অতীব প্রয়োজনীয় নিত্যপণ্যগুলোর জন্য অন্যান্য জেলার ওপর নড়াইলের নির্ভরশীলতা হ্রাস করা, নড়াইলের অভ্যন্তরে পর্যাপ্ত নিত্যপণ্য উৎপাদনে সক্ষম উদ্যোক্তা সৃষ্টি করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দকে প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট টাস্কফোর্সের কার্যক্রমে ইতিবাচক ভূমিকায় যুক্ত করার মতো সম্ভাব্য বিভিন্ন করণীয় সম্পর্কেও আলোকপাত করেন।