নড়াইল প্রতিনিধিঃ
২২ ডিসেম্বর, ২০২৪ তারিখ রবিবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে অবস্থিত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আবাসনে বসবাসরত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নড়াইল জেলার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
পরে একই উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে অবস্থিত রতডাঙ্গা এতিমখানা কমপ্লেক্স হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় বসবাসরত শিশু-কিশোরদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক।
এসময়ে উক্ত কার্যক্রমে জেলা প্রশাসকের সাথে নড়াইল জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ বছর চলমান শীত মৌসুমের প্রথম মাস পৌষের দ্বিতীয় সপ্তাহ শুরুর আগে ইতোমধ্যেই রাতের তাপমাত্রায় দৃশ্যমান নিম্নমুখী প্রবণতা লক্ষণীয়। ফলে শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়ছেন এ জেলার প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষেরা।
এমন পরিস্থিতিতে শীতবস্ত্রের আশায় নড়াইলের বিভিন্ন স্থানে বসবাসরত শীতার্তদের বিভিন্ন দপ্তর ও সংস্থার দ্বারে দ্বারে দীর্ঘ পথ যাতায়াতের কষ্ট লাঘবের পাশাপাশি শীত কবলিত এসব মানুষের দৈনন্দিন প্রতিকূল বাস্তবতা প্রত্যক্ষ করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
Leave a Reply