সাভার প্রতিনিধি
সাভারে স্ব-ইচ্ছায় স্বামীকে তালাক দিয়ে কাবিনের টাকা না পেয়ে স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী স্বামী আশুলিয়া থানায় ঐ নারীর মা, মামা ও খালা সহ অজ্ঞাত দুই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
রোববার বিকেলে আশুলিয়া থানার কাঠগড়া নয়াপাড়া এলাকার নুর ইসলাম মাদবরের ছেলে রাহাত মাদবর, আশুলিয়া থানায় স্ত্রী আয়শা আক্তার নেহার মামা, শাহ আলম (৪০) মা, রাণী আক্তার (৩৫), ও খালা, শাহানাজ আক্তার মুক্তার (৪০) নামে একটি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধরের অভিযোগ করে।
অভিযোগে উল্লেখ করা হয়, ২নং বিবাদীর মেয়ে আয়শা আক্তার নেহাকে বিয়ে করে ৫ সেপ্টেম্বর ২০২৪ইং । বিয়ের কয়েকদিন পর স্ত্রী আয়শা আক্তার নেহা অবাধ্য হয়ে গত ইং-১০/১০/২০২৪ তারিখ সন্ধ্যায় তার পিতার বাড়ীতে বেড়ানোর উদ্দেশ্যে যায়। এরপর সে বাসায় ফিরে না এসে বিবাদীগনদের মাধ্যমে কাবিন ও দেনমোহরানা বাবদ নিকট ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা দাবী করতে থাকে। পরবর্তীতে অভিযুক্ত স্ত্রী আয়শা আক্তার নেহা স্ব-ইচ্ছায় গত ইং-০২/১১/২০২৪ তারিখে ডিভোর্স দেয়। এবং তাহার মামা ১নং বিবাদী শাহ আলম কাবিন ও দেনমোহরানার টাকা দাবী করে। উক্ত টাকা না দেওয়ায়। গত ইং-২১/১২/২০২৪ তারিখ রাত অনুমান ০৮.০০ সময় ধলপুর শিকদারবাগ মাদ্রাসার সামনে গলিতে পেয়ে ভুক্তভোগী যুবক রাহাতের মাথা ও মূখমণ্ডল বস্তা দিয়ে পেঁচিয়ে সুজনের বাড়ীর পাশে একটি ফাঁকা জমির মধ্যে নিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী মারধর করে ।
অভিযোগে আরও উল্লেখ করা হয় এসময় তার সঙ্গে থাকা (পঞ্চাশ হাজার) টাকা নিয়া যায় তারা।
আশুলিয়া থানার উপপরিদর্শক মজিবর ভূঁইয়া বলেন এ সংক্রান্ত কোন অভিযোগ হয়েছে কিনা আমি এখনো জানিনা আজকে হয়তোবা হইছে, আমি তদন্তে যায়নি এখনো গেলে বলতে পারব।