পিরোজপুর প্রতিনিধি : -
আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন পিরোজপুরের তারুণ্যের অহংকার মো: ইলিয়াস হোসেন মাঝি।
ইলিয়াস হোসেন মাঝি, ১৯৯০ সালে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের চলপুখরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আলী হায়দার মাঝি।
তিনি প্রতিবেদকে ইলিয়াস হোসেন মাঝি বলেন, মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত,অহস্তান্তর যোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকার ই হলো মানবাধিকার।
মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য।
মানুষ মাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, মানবাধিকার সংগঠন হলো নিজেকে মানব কল্যাণে উৎস্বর্গ করার একটি মাধ্যম। মানুষের কল্যাণ ও অধিকারের নিশ্চয়তা বিধান করার জন্য আজীবন কাজ করে যাবো। তিনি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ নুরুল্লাহ আল আমিনের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন।
পিরোজপুর থেকে