ফরহাদ হোসেন, সাভার প্রতিনিধি :
ঢাকা জেলার সাভার উপজেলার অন্যতম একটি ইউনিয়ন হচ্ছে পাথালিয়া ইউনিয়ন। মূলত —ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের নবগঠিত কমিটিতে মো:তমিজ উদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক নিযুক্ত করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিল্পবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে ও সংগ্রামী সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন বিশাল এক শুভেচ্ছা মিছিলের আয়োজন করেন পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে। এ সময় তারা রক্তিম শুভেচ্ছা মিছিল নিয়ে তারা পাথালিয়া হয়ে ঢাকা-আারিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিষমাইল এলাকায় এসে জমায়েত হন।
এ সময় পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহমুদূর রহমান আবির বলেন, আমরা বিএনপির ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন বিগত দিনে আওয়ামীলের গুন্ডা বাহিনী ও পুলিশ বাহিনীর অত্যাচারে কোনো রকম মিটিং মিছিল প্রোগ্রাম করতে পারিনি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত জুলাই আগষ্টে আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ বাহিনীর গুলিতে যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর অবিলম্বে বিচার চাই।
একই সাথে আমাদের পাথালিয়ার বাসিন্দা ও শিক্ষার্থী ছোট ভাই আলিফ আহাম্মেদ সিয়াম এবং আমার বন্ধু শ্রাবণ গাজী যে সকল ফ্যাসিস্ট আওয়ামীগের সন্ত্রাস বাহিনীর গুলিতে শহীদ হয়েছে আমরা পাথালিয়া ইউনিয়ন ছাত্রদল এই হত্যাকান্ডের বিচারের জোর দাবি জানাই। এছাড়াও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা ছাত্র সমাজ সব সময় প্রস্তুত, প্রস্তুত থাকবে পাথালিয়া ইউনিয়ন ছাত্রদল।
Leave a Reply