1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সভাপতি এনামুল হক কর্তব্য সততায় আস্থা প্রত্যাশা অর্জন: কুচক্তি মহলের গুজব প্রোপাগান্ডের শিকার র‌্যাব-৭’র যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ৫ লক্ষ টাকা জরিমানা নড়াইলে কিশোর ভ্যান চালক সুমনের মরদেহ মিললো খালে নড়াইল সদরে পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু গণমাধ্যমকে সতর্ক :শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাবের দায়ে বেরোবি সমন্বয়ক রহমত বহিষ্কৃত সাঁথিয়ায় মাওলানা নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেরোবির রিআর্থ ক্লাব উদ্যোগে গোবিন্দগঞ্জে “পুষ্টিবন্ধু: আমার খাবার, আমার দায়িত্ব” প্রোগ্রাম অনুষ্ঠিত নড়াইলে মশিয়ার গ্রুপের আতঙ্কে পুরুষশূন্য চর শালিখা গ্রাম, আতঙ্কে নারী-শিশু, লুটপাট-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তানোরে হত্যা সন্দেহে সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ী আটক
শিরোনাম:
সভাপতি এনামুল হক কর্তব্য সততায় আস্থা প্রত্যাশা অর্জন: কুচক্তি মহলের গুজব প্রোপাগান্ডের শিকার র‌্যাব-৭’র যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ৫ লক্ষ টাকা জরিমানা নড়াইলে কিশোর ভ্যান চালক সুমনের মরদেহ মিললো খালে নড়াইল সদরে পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু গণমাধ্যমকে সতর্ক :শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাবের দায়ে বেরোবি সমন্বয়ক রহমত বহিষ্কৃত সাঁথিয়ায় মাওলানা নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেরোবির রিআর্থ ক্লাব উদ্যোগে গোবিন্দগঞ্জে “পুষ্টিবন্ধু: আমার খাবার, আমার দায়িত্ব” প্রোগ্রাম অনুষ্ঠিত নড়াইলে মশিয়ার গ্রুপের আতঙ্কে পুরুষশূন্য চর শালিখা গ্রাম, আতঙ্কে নারী-শিশু, লুটপাট-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তানোরে হত্যা সন্দেহে সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ী আটক

শতাধিক মামলা সত্ত্বেও চট্টগ্রাম শহরজুড়ে চুরি-ডাকাতি:নিয়ন্ত্রণে ডাকাত -৩

রিপোটারের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

সারা চট্টগ্রাম শহরের তিন ডাকাতের নিয়ন্ত্রণে চলতো চুরি-ডাকাতি। অবিশ্বাস্য হলেও সত্য সিএমপির অভিযানে চাঞ্চল্যকর তথ্যফাঁস। তাদের সিন্ডিকেটে একের পর এক নাটকীয় ভীষণ মিশনে নগর জুড়ে করে আসছিল একের পর এক ভয়ংকর ডাকাতি। তিন জনের বিরুেদ্ধ শহরের বিভিন্ন থানায় একশর বেশি মামলা রয়েছে। মূল ‘আস্তানা’ নগরের ডবলমুরিং থানার বারিক বিল্ডিং হলেও গোটা নগরজুড়েই তাদের রয়েছে অনেক ছোট ছোট আস্তানা। অভিজাত এলাকার বাসাবাড়ি এবং বড় বড় আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি হয় তিন ডাকাত মেহেদী, মনির এবং জাহিদের নির্দেশনায়।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া।

সিএমপি তথ্যে জানা যায়, সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেডে ডাকাতি, আগ্রাবাদের ‘ক্যাট’ নামক প্রতিষ্ঠানে ডাকাতি এবং পাঁচলাইশের একটি বাড়িতে ডাকাতির ঘটনাতেও জড়িত ছিল এই সিন্ডিকেট। পুলিশ জানিয়েছে, বারিক বিল্ডিং এলাকায় ডাকাতির টাকা ভাগাভাগির খবর পেয়ে অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ছুরিকাঘাত করে তারা। ওই ঘটনার পর থেকেই এই চক্রকে ধরতে নজরদারি বৃদ্ধি করে তারা। ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেফতারের পর তারা জিজ্ঞাসাবাদে জানতে পারে এই চক্রের আদ্যোপান্ত। চক্রের অন্যতম হোতা আরিফ হোসেন মেহেদীকে ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ডাকাত দলের অন্যতম মূল হোতা মেহেদীকে গ্রেফতার প্রসঙ্গে উপ-কমিশনার হোসাই মোহাম্মদ কবির ভূইয়া গণমাধ্যমকে বলনে, বিভিন্ন আবাসিক এলাকা এবং কমার্শিয়াল হাবগুলোতে সম্প্রতি ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। এরই অংশ হিসেবে সেই অপরাধী চক্রকে শনাক্ত করা হয়। আজ সকালে বারিক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে আরিফ হাসান মেহেদী ওরফে পলাশকে পিস্তলসহ গ্রেফতার করি। তার আস্তানা থেকে আমরা একটি টিপ ছোরা, চায়নিজ কুড়াল, দুটি ছুরি, একটি করে গামছা ও বালিশ এবং চারটি লোহার রড জব্দ করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয় ৫০ রাউন্ড কার্তুজও।

তিনি আরো বলেন, পহেলা এপ্রিল রাত ৩টা থেকে ৪টার দিকে পাঁচলাইশ থানার সুগন্ধা এলাকার একটি বাসা থেক ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭ লাখ টাকা এবং ৫ হাজার ইউএস ডলার এই সংঘবদ্ধ চক্র নিয়ে যায়। এরই প্রেক্ষিতে আমরা এই চক্রকে শনাক্ত করার চেষ্টা করি। একপর্যায়ে দেখা যায়, শ্রাবণ নামে এই চক্রের এক সদস্য প্রাইভেটকারে করে কুমিল্লার দাউদকান্দি এলাকার বিভিন্ন জায়গায় অবস্থান করে। আমাদের উপস্থিতি টের পেয়ে চক্রটি রামগড় দিয়ে হাটহাজারী এসে চলে যায় কর্ণফুলী এলাকায়। সেখানে সার্কেল এসপির নেতৃত্বে আমরা টিম পাঠাই।

হাটহাজারীতেও তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় উল্লেখ করে ডিসি বলেন, সেখানে চক্রের অন্যতম হোতা মেহেদী হাসান আরিফের মা ও বাবাকে পাওয়া যায়। এরমধ্যেই তারা আমাদের পরিকল্পনা টের পেয়ে যায়। আরিফের বাবা তাকে হাত দিয়ে ইশারা করে পালানোর জন্য ইশারা দেয়। ওখান থেকে আরিফ, রাজু এবং মেহেদী পালিয়ে যায়। তাদের সহযোগীদের মধ্য থেকে রিয়াদ হোসেন বাচ্চু, জয়নাল আবেদীন, জসিম উদ্দিন, তৌহিদ রাকিব, বাদশা মিয়াকে আমরা গ্রেফতার করেছি।

‘তাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে জানা যায়, তাদের মূলহোতা ডাকাত মেহেদী এবং মনির। তারা চট্টগ্রাম শহরে বড় বড় কমার্শিয়াল হাবে ডাকাতি করে যাচ্ছে। তাদের সাথে আরও আছে পিচ্চি জাহিদ। সিএমপিতেই যার বিরুদ্ধে ৪০ থেকে ৪২টি মামলা আছে’।
চক্রের সদস্যরা জামিনে বের হয়ে দল ভারি করার পরিকল্পনা করছে জানিয়ে তিনি বলেন, গ্রেফতার মেহেদীর বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা আছে। মাস দুয়েক আগে বারিক বিল্ডিং মোড়ে অভিযান চালানোর সময় আমাদের দুজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। সেখান থেকেও আমরা দুজনকে গ্রেফতার করেছিলাম। তারা ডাকাতির টাকা সেখানে বসে ভাগ করছিল। আবার জামিনে বের হয়ে চক্রটি আরও বড় করেছে। এই চক্রের সাথে আরও জড়িত আছে রাতুল, হানিফ, নুরুন্নবি, শ্রাবণ এবং বদর।

‘আজ আমরা আরিফকে আদালতে হাজির করে রিমান্ড চাইবো। সেইসাথে আরও অন্যান্য যে মামলা আছে, বিশেষ করে ওয়ান ব্যাংকের ডাকাতি, আগ্রাবাদস্থ ক্যাট প্রতিষ্ঠানে ডাকাতি, পাঁচলাইশে ডাকাতি; এসব লুণ্ঠিত মালামাল উদ্ধার করবো’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD