নড়াইল প্রতিনিধিঃ
১ মে ২০২৫ নড়াইলে নানা আয়োজনে ১৩৯ তম মহান মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলো দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছেন।
সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি রেলী জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনালে মুক্ত মঞ্চ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি, মো. রেজাউল মোল্লা , সাধারন সম্পদক মো. ছমির মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. আল হাবিব শেখ, কোষাধ্যক্ষ মো. ইমদাদুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে, যে সব শ্রমিকেরা মারা গেছে অথবা অসুস্থ তাদের পরিবারের নিকট নগত ১ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রধান করেন। এছাড়া ও অসহায় দুস্থ শ্রমিকদের ৫০ টি ছাতা ২০ টি শাড়ি, ১৫ টি লুঙ্গি, ৫০ টি শার্ট প্রদান করেন সংগঠনটি।
এসময় শ্রমিকের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। দেশে বিভিন্ন ক্ষেত্রে চলমান শ্রমিক হয়রানি বন্ধেরও আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।
Leave a Reply