রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নাটোর জেলা সমিতি’ ২০২৫-২৬ বর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে। সদ্যঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী মো. ফরিদ শাহ্ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী মো. মাহিন আহমেদ।
গত বুধবার (৩০ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন: মো. নাইমুল ইসলাম নিরম, মো. ইমাম, মো. নাঈম পারভেজ, উম্মে সিরাতুন জান্নাত, মো. সুমাইয়া খান অনামিকা, মো. মঈন উদ্দিন ভূঁইয়া, ফারহানা জান্নাত, ইসরাত তামান্না, তালিমুন নেসা এবং মাধুর্য হোসাইন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোছাঃ আফরিন আক্তার, আবু সাঈদ, ইয়ামিন হুসাইন ও মো. আশিকুল ইসলাম। উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আতিক হাসান লিটন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাহিন আহমেদ বলেন,
“এই দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। সততা ও নিষ্ঠার সঙ্গে সমিতির কার্যক্রম পরিচালনার চেষ্টা করব। নাটোর জেলা সমিতিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।”
সভাপতি মো. ফরিদ শাহ্ বলেন,
“আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করব। সমিতির উন্নয়ন, স্বচ্ছতা ও ঐক্য বজায় রাখতে সবাইকে নিয়ে কাজ করতে চাই।” তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply