সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. ফারুক আলী (৪০), যিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দেবীনগর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই মো. স্বপন হোসেন নেতৃত্বে একটি দল ওইদিন রাত ৯টা ২০ মিনিটে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড় এবং আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনায় ছিলেন। এ সময় গোপন সূত্রে তারা জানতে পারে, পদ্মানদীর তীরে সুলতানগঞ্জ ঘাটে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদ পাওয়ার পরপরই রাত ৯টা ২৫ মিনিটে ডিবি পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালানোর চেষ্টা করলে অভিযুক্ত ফারুক আলীকে ধাওয়া করে আটক করে ডিবি পুলিশ। পরে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোচর থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply