সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, সিগারেট ও নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোসা. রওশন আরা (৫৫) ও তার ছেলে মো. সুমন (৩৫)। তারা উভয়েই হাজরাপুকুর এলাকার বাসিন্দা।
আরএমপি সূত্রে জানা যায়, গত ৮ মে দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল হাকিম সরকার ও তার টিম সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন। রাত সাড়ে ৩টার দিকে রওশন আরার বাড়িতে অভিযান চালিয়ে ১২.৭৮৪ কেজি গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের ১,৩৭৩ প্যাকেট সিগারেট এবং নগদ ৬৫,২৭২ টাকা উদ্ধার করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।