সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকা থেকে পাওয়ার টিলারে করে পাচারকালে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই ভাইকে গ্রেফতার করেছে ডিএনসি রাজশাহী গোয়েন্দা শাখা। গোপন সংবাদের ভিত্তিতে (১১ মে) অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিৎ করেন রাজশাহী ডিএনসি গোয়েন্দা শাখার উপ পরিচালক জিলালুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর গোপাল নগর দক্ষিণ পাড়ার মো. হযরত আলীর দুই ছেলে মো. মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং মো. শহীদুল ইসলাম ওরফে বাবু (২৫)। তাদের ব্যবহৃত পাওয়ার টিলারের টুলবক্সে ফেনসিডিলগুলো লুকানো ছিল।
রাজশাহী ডিএনসি গোয়েন্দা শাখার উপ পরিচালক জিলালুর রহমান জানান, ফেনসিডিলবাহী এই ট্রলি চাপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করে রাজশাহীর তানোর ও বাগমারা হয়ে নাটোরের সিংড়ায় প্রবেশ করে। দীর্ঘ নজরদারির পর শেরকোল এলাকায় আটক করা হয় টিলারটি।
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সিংড়া থানায় পরিদর্শক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।