স্টাফ রিপোর্টার:
রবিবার (১১ মে) সকালে মায়ের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কয়েকটি বাক্য লেখেন মাহির লাবিব নীড়..
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী মা দিবস পালিত হয়। দিনটি উৎসর্গ করা হয় পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষটির প্রতি। তিনি হলেন “মা”।
মা দিবসের উদযাপন শুরু হয় যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে মার্কিন নারী আনা জার্ভিস (Anna Jarvis) তার মায়ের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। পরে তিনি এই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানান। অবশেষে, ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস ঘোষণা করেন। এরপর ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
মা দিবস কেবল উপহার দেওয়ার দিন নয় এটি কৃতজ্ঞতা প্রকাশের দিন। একজন মা প্রতিনিয়ত নিজের প্রয়োজন ও স্বপ্ন ত্যাগ করে সন্তানকে আগলে রাখেন। মা জানেন না বিশ্রাম কী, ক্লান্তি কী—তার কাছে সন্তানের মুখের হাসিই পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার।
আজ একটিবার মাকে জড়িয়ে ধরি বলি, 'তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, মা!' তাহলে সেটিই হবে মায়ের জন্য সেরা উপহার।
মা দিবস বছরে একবার এলেও আমরা প্রতিদিন মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করব। এটাই হোক আমাদের অঙ্গীকার।
মা আছেন বলেই পৃথিবী এত সুন্দর।