সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা কৃষকদলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকদের নানা দাবিদাওয়া তুলে ধরা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক হজরত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক এবং রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল আলম সমাপ্ত।
বক্তব্যে কৃষকদল নেতা সমাপ্ত বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রশ্নবিদ্ধ ইউপি নির্বাচনে নির্বাচিত বিতর্কিত চেয়ারম্যানরা এখনও স্বপদে বহাল রয়েছেন। তাদের অনেকেই শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসী তৎপরতায় জড়িত ছিলেন। তারা কেউ মামলার আসামি হয়ে প্রকাশ্যে ঘুরছেন, কেউ বা রাজনৈতিক আশ্রয়ে আত্মগোপনে রয়েছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব চেয়ারম্যানদের মাধ্যমে সরকারি কৃষি উপকরণ বিতরণ করছেন, যা প্রকৃত কৃষকদের সঙ্গে চরম বৈষম্যের শামিল। পূর্ববর্তী সরকারের করা তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত কর্মীদের মাঝেই এসব উপকরণ দেওয়া হচ্ছে।”
কৃষকদল নেতারা জানান, বরাদ্দপ্রাপ্ত বীজ ও সারসহ কৃষি উপকরণের জন্য একাধিকবার ইউএনও কার্যালয়ে আবেদন জানানো হলেও কৃষকদলের নেতা এবং প্রকৃত কৃষকরা বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। এই বঞ্চনা ও বৈষম্যের প্রতিবাদেই এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
বক্তারা অবিলম্বে বিতরণ তালিকার সংস্কার এবং প্রকৃত কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে কৃষি উপকরণ বিতরণের দাবি জানান। একইসঙ্গে স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু, সদস্য গোলাম দস্তগীর রানা, শামীম আলী এবং গোদাগাড়ী উপজেলা কৃষকদলের সদস্য সচিব আশরাফ মল্লিক।