সাঁথিয়া প্রতিনিধি :
মঙ্গলবার রাতে পাবনার সাঁথিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীসহ নিষিদ্ধ ছাত্রলীগের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার আফড়া নদীশাখা গ্রামের মৃত আ: ছালামের ছেলে রাব্বি হোসেন (২০), মঙ্গলগ্রামের নাছিম উদ্দিনের ছেলে আমির হামজা (২৪), আটিয়াপাড়া গ্রামের নাজমুল হকের ছেলে মাসুদ রানা (২৫), আফড়া ভাদালিয়াপাড়া গ্রামের আব্দুল মন্ডলের ছেলে এসএসসি পরীক্ষার্থী নয়ন হোসেন (১৯), মঙ্গলগ্রামের মাজাই প্রামানিকের ছেলে রুহুল হোসেন (২০), আফড়া উত্তরপাড়া গ্রামর মৃত মহির উদ্দিনের ছেলে শামীম (২৫) ও ছেচানিয়া গ্রামের মৃত ইনামুল হকের ছেলে মাইক্রাবাসের ডাইভার গোলাম ফারুক (৩০)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার ছেচানিয়া ব্রিজের উপর একটি মাইক্রবাসসহ কয়েকজন যুবক সরকার উৎখাতের পরিকল্পনা করছে। সেখান অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply