শাকিল আহমেদ নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এ সময় উত্তেজিত অবস্থায় সরদার বংশের একজন সদস্য শেখ বংশের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।
Leave a Reply