সিদ্দিকুর রহমান বেরোবি প্রতিনিধি:
ঠাকুরগাঁও চিরন্তন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। গতকাল ১৬/০৫/২০২৫ তারিখে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সুজন আলী। এছাড়াও সাধারণ সম্পাদক পদে জিহাদুজ্জামান জিলানী এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহরিয়ার রহমান নাহিদ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান পলাশ, মোঃ দিদার হোসেন, মোঃ রাইসুল ইসলাম ও মোঃ ফুরকান আলী; সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান
যুগ্ম-সাধারণ রোহিত বর্মা পংকজ ও মুস্তাফিজুর রহমান সাইমন; অর্থ সম্পাদক জাহিদুল হাসান সানি; দপ্তর সম্পাদক মোহাম্মদ রাব্বিন; প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া; সহ-প্রচার সম্পাদক মোঃ মারুফ হোসেন মুরাদ; সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মোকাদ্দেস; আইন বিষয়ক সম্পাদক মোঃ রাব্বানুর রশীদ; শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সামিউল সাকিব; ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার এবং পরিবেশ বিষয়ক সম্পাদক রুমা আক্তার রায়।
নব নির্বাচিত সভাপতি সুজন বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট – বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর পাশে থাকা এবং একযোগে একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণ করা। আমরা গতানুগতিকতার বাইরে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে এসেছি। শিক্ষা, সংস্কৃতি কিংবা অধিকার – সব ক্ষেত্রেই আমরা সম্মিলিতভাবে ইতিবাচক পরিবর্তন আনব। আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর পথে চলি। আমাদের ঐক্যই আমাদের শক্তি।
নবগঠিত কমিটির সদস্যদের নাম এবং তাদের পদবী সম্বলিত দুটি পৃথক তালিকা সভায় উপস্থাপন করা হয়, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করার এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।