সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড থেকে অভিনব কায়দায় ধানের বস্তায় গাঁজা পরিবহনকালে র্যাব-৫ মাদক ব্যবসায়ী মোঃ গোলাম সারোয়ার জাহান (২৫) কে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
এসময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা, ২০ কেজি ধান, একটি মোবাইল, একটি সিম ও একটি বস্তা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫, সিপিএসসি আভিযানিক দলের গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামী অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যাত্রী সেজে একটি অ্যাম্বুলেন্সে বহন করছিল। র্যাব ওই এলাকার আশপাশে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামী পেশায় রাজ মিস্ত্রি এবং দীর্ঘদিন যাবত ঢাকার অজ্ঞাত স্থানে গাঁজা সংগ্রহ করে বাস ও ট্রেনের আড়ালে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। ধানের ভিতরে প্লাস্টিকের বস্তায় গাঁজা লুকিয়ে নিয়ে যাওয়ার কৌশল অবলম্বন করছিল।
আসামীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।