সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়তে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্লাস্টিক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গোল্লাপাড়া বাজার বণিক সমিতি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তানোর এপি’র যৌথ আয়োজনে গোল্লাপাড়া বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল এবং বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা।
আরও উপস্থিত ছিলেন—ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার এন্ডিকাস মুর্মু, সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক খান, তানোর থানার এসআই নজরুল ইসলাম, বণিক সমিতির সহ-সভাপতি জব্বার আলী, অর্থ সম্পাদক তুহিন পারভেজ, প্রোগ্রাম অফিসার সন্তোষ মিত্র, নিকোলাস ঢালী, ঝুনু লিমা বৈদ্য এবং সিপি নন্দিনী রোজারিও প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, “নিজেদের মঙ্গল চাইলে প্রত্যেককে সচেতন হয়ে প্লাস্টিক বর্জন করতে হবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য প্লাস্টিক একটি মারাত্মক হুমকি। তাই ব্যক্তি উদ্যোগে এবং সম্মিলিতভাবে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে।”
Leave a Reply