সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় প্রেমঘটিত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ মে) রাত সোয়া ১০টার দিকে উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি একই গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে রয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের ভাষ্যমতে, জাহিদুল বিবাহিত হলেও তার সঙ্গে চাচাতো বোনের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, বিয়ে না করার ক্ষোভ থেকেই এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যায় জাহিদুল কোমল পানীয় হাতে ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। কিছুক্ষণ পর পাশের খড়ের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় চিৎকার দিয়ে বেরিয়ে আসেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তবে ভিন্ন দাবি করেছেন ওই নারীর পরিবারের সদস্যরা। তাদের ভাষ্যমতে, জাহিদুল ওই নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছিলেন। এর আগেও তাকে সম্পর্ক থেকে সরে আসতে একাধিকবার সতর্ক করা হয়েছিল বলেও জানান তারা।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
Leave a Reply