সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক, চুরি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলায় মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে বাঘা থানা ও জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে এদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৩ মে) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান জানান, বাঘা থানার এসআই (নিঃ) তুহিনের নেতৃত্বে, পিএসআই জামিল, এএসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। অভিযানে ৮ জন মাদক ব্যবসায়ী, ২ জন চোর, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আরও ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন, মো. মহির (৫০), পিতা: ছমির উদ্দিন, গ্রাম: ঝিনা, ইমন আলী (২০), পিতা: কোরবান আলী, গ্রাম: চকরপাড়া, শ্রী সনাতন কর্মকার (৪৫), পিতা: মৃত হারান কর্মকার, গ্রাম: বড় পাকা, বাগাতিপাড়া, নাটোর, মো. হাবিবুর রহমান (২৯), পিতা: খাজের আলী, মো. ইদুল (২০), পিতা: রশিদ, মো. ফিরোজ হোসেন (২০), পিতা: জাহাঙ্গীর মন্ডল, মো. জিয়াউর রহমান (৩৫), পিতা: মৃত আঃ রহমান, মো. আশাদুল প্রামানিক (৩৬), পিতা: দেলশার প্রামানিক।
চুরি মামলায় গ্রেফতার হওয়া আসামিরা হলেন, শিমুল ইসলাম ওরফে কাজল (২১), পিতা: ইমদাদুল হক, গ্রাম: বাউসা (টাউরী পাড়া), মো. শাহাবুদ্দিন (৩৭), পিতা: মৃত রুস্তম মালিথা ওরফে নজরুল, গ্রাম: মালিয়ানদহ। গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ আসামিকেও আটক করা হয়েছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হলেন মো. ইসলাম আলী (৩২), পিতা: মো. আফছার আলী, গ্রাম: জোত কাদিরপুর।
ওসি আছাদুজ্জামান বলেন, “অপরাধ দমনে নিয়মিত অভিযান চলবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
Leave a Reply