সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ মে) রাত ৮টার দিকে চারঘাট মডেল থানা পুলিশ চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। ওই সময় একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাঘা-মীরগঞ্জের দিকে যাচ্ছিল। পুলিশ তাদের গতিরোধ করে শরীর ও মোটরসাইকেল তল্লাশি চালায়। এ সময় তাদের মাজায় বাঁধা অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃতরা হলো—উপজেলার গৌরশহরপুর নতুনপাড়ার শাহাবুদ্দিনের ছেলে আবু রায়হান রনি (৩৪) এবং নাওদাড়া চারা বটতলা গ্রামের নওশাদ আলীর ছেলে বিষু আলী (৩৫)।
অভিযানটি পরিচালনা করেন চারঘাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেনের নেতৃত্বে এসআই আব্দুর রাজ্জাক, এএসআই আব্দুল মালেক, সুমন এবং অন্যান্য সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
এদিকে একই রাতে ইউসুফপুর ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় রাস্তার পাশে ইয়াবা বিক্রির সময় ২৫ পিস ইয়াবাসহ নবাব আলী নামে এক ব্যক্তিকে আটক করে ইউসুফপুর বিজিবি কোম্পানি। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার সোলায়মান, হাবিলদার মালেক ও সিপাহী লিটন।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।