সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী তানোর উপজেলা প্রশাসন
এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক’ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বেলা ১০টায় ফিতা কেটে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা
পরিষদের প্রশাসক লিয়াকত সালমান। দিনব্যাপী এ মেলায় স্থানীয়
১৪টি স্টল তাঁদের নিজস্ব উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করেন। বেলা সাড়ে তিনটার দিকে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে
প্রদর্শনী শেষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক কর্মকর্তা নাসিম আহমেদ ও আমির হোসেন, তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মলিউজ্জামান সজীব, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মফিজুল ইসলাম মুন্না সহ অনেকে।
এ সময়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply