সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে ২৪০ বোতল অ্যালকোহল উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দোকান মালিক আপেল মাহমুদ (৪০)–কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ মে) দিবাগত রাতে র্যাব-৫ এর একটি দল বাগমারা উপজেলার মচমইল গ্রামে আপেল মাহমুদের বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে এসব অ্যালকোহল জব্দ করে।
র্যাব মঙ্গলবার (২৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আপেল মাহমুদ দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি ওষুধের ব্যবসার আড়ালে মাদকসেবীদের কাছে বেআইনিভাবে অ্যালকোহল সরবরাহ করতেন।
উদ্ধারকৃত অ্যালকোহলসহ আপেল মাহমুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগমারা থানায় মামলা করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।