সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (২৭ মে ২০২৫) সকালে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৬ মে) রাতে উপজেলার আড়ানী চকসিংগা গ্রামে অভিযান চালিয়ে নিমাই মণ্ডলের ছেলে সুমন মণ্ডল (২৫) এবং জফির উদ্দিনের ছেলে জুয়েল মাহমুদ ওরফে জিয়াকে (৪৪) ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
একই রাতে উপজেলার ঝিনা সরদারপাড়া (নূরনগর) গ্রামে অভিযান চালিয়ে আলম হোসেনের ছেলে টনি ইসলাম (১৯) এবং খাগড়বাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে লামিমুল ইসলাম ওরফে মৃদুল (১৭)-কে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”