সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তপুর গ্রামে চাঞ্চল্যকর হাসিবুর হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামী রেজাউল হক (৪৮) কে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ রাজশাহী ও র্যাব-৪ মিরপুরের যৌথ অভিযানে সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে মিরপুর থানাধীন জোনাকী রোডের আহমদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব দেশব্যাপী বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাস, খুন, অপহরণ, ধর্ষণসহ নানা অপরাধে জড়িতদের গ্রেপ্তার করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে বাহিনীটি।
হাসিবুর হত্যা মামলার এজাহার অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৪ মে সকাল সাড়ে সাতটার দিকে বাদী আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আসামিদের কথা কাটাকাটি হয়। এরপর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে আবুল কাশেমের বাড়ির সামনে হামলা চালায়। এতে কাশেমের ছেলে হাসিবুরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন ১৫ মে দুর্গাপুর থানায় বাদী আবুল কাশেম ১৮ জনকে এজাহারনামীয় এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩/২০২৫। ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪, দণ্ডবিধি ১৮৬০।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল হক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।