সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভুট্টা ক্ষেতে ছাগল চড়াতে গিয়ে সূর্য বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার উজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বিলে এই ঘটনা ঘটে।
নিহত সূর্য বেগম একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে পালিয়ে গেছে। মঙ্গলবার (২৭ মে) সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সূর্য বেগম সোমবার বিকেলে আছরের নামাজের পর ছাগল চড়াতে যান। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় তার ছেলে এরশাদ আলী ও স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে এলাকার ইদু মিয়ার ভুট্টা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুরু হয়। পরে এলাকাবাসী পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছেন, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”