সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী জেলার পুঠিয়া থেকে র্যাব-৫ এর একটি আভিযানিক দল অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম @ রনি (৩৮) কে গ্রেপ্তার করেছে। রনি পুঠিয়া উপজেলার জিউপাড়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসায় জড়িয়ে ছিল।
র্যাব-৫ সূত্রে জানা যায়, ২৮ মে রাত সাড়ে ৯ টার দিকেপুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ উপজেলা সমাজসেবা অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রনি দীর্ঘদিন যাবত গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে পুঠিয়া থানার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করতো। র্যাবের তদন্তে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৫ জানায়, প্রতিষ্ঠার প্রথম দিন থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় র্যাব সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীসহ অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।
Leave a Reply