সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান রক্ষায়
মানববন্ধন করেছে বড় আদিমপুর গ্রামবাসি।
বুধবার সকাল ১১ টায় ( ২৮ মে) উপজেলার ডাহিয়া ইউনিয়ন এর বড়আদিমপুর গ্রামে ২ শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ তায়েজ উদ্দিন, শিক্ষক সিহাব সাদী, ,শ্রমিক নেতা আব্দুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বড় আদিমপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের সম্প্রীতি বিনষ্ট করার জন্য আওয়ামী মদদপুষ্ট একটি গোষ্ঠী মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করে অর্থ লুটপাট করতে চায়। এজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
Leave a Reply